ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘আ’লীগ সরকার শিক্ষাবান্ধব তাই শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে’

‘আ’লীগ সরকার শিক্ষাবান্ধব তাই শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে’

শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব বলেই দেশের শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর স্কুল-কলেজগুলোতে বহুতল ভবন, ডিজিটাল ল্যাব, শিক্ষার্থীদের হাতে ট্যাবসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে।

তিনি মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত সভাপতি কর্তৃক ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে মতবিনিময়কালে এসব কথা বলেন।

মায়া আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আগে আমরা অনেক সরকারকে ক্ষমতায় দেখেছি। তাদের তো দেখলাম না শিক্ষাক্ষেত্রে কোনো অবদান রাখতে। শেখ হাসিনার সরকার শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিনামূল্যে বই বিতরণসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করছে।’

তিনি নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিদের উদ্দেশ্যে বলেন, প্রধান শিক্ষকদের সাথে সমন্বয় করে আন্তরিকতার সহিত কাজ করলে শিক্ষার অগ্রযাত্রা আরো বেগমান হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মানন্নোয়নে শিক্ষক ও ম্যানেজিং কমিটির ভ‚মিকা অনস্বীকার্য। বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকরা যদি সক্রিয়ভাবে কাজ করে তাহলে ওই বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। শিক্ষা প্রতিষ্ঠানের দেখভাল শুধু প্রধান শিক্ষকের নয়। এ ক্ষেত্রে পরিচালনা কমিটি ও অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। তারা প্রতিষ্ঠান প্রধানকে সহযোগিতার মাধ্যমে শিক্ষার মান আরো উন্নয়নে কার্যকর ভ‚মিকা রাখবে।

মতবিনিময়কালে ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, বাগানবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, সাবেক চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, ছেংগারচর পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন বেপারী, মোহনপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর হাই প্রধান, অলিপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি রিয়াজুল হাসান রিয়াজ, সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি অ্যাড. আল আমিন উজ্জ্বল, সাদুল্ল্যাপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, সাদুল্ল্যাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আক্তার ঢালী, সাধারণ সম্পাদক খোকা, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি নাইমুল ইসলাম লাভলু, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমেদ কচি, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, যুবলীগ নেতা জসিম, হুমায়ূন প্রমুখ।

আ’লীগ,উন্নয়ন,শিক্ষাক্ষেত্রে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত