ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চবির পাহাড়ে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

চবির পাহাড়ে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের পেছনের পাহাড়ে এক সাবেক নিরাপত্তা কর্মীর লাশ পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে অনুষদের পেছনের বাঁশঝাড়ে লাশ পড়ে থাকতে দেখে একই অনুষদের ঝাড়ুদার জগদীশ রুদ্র (৪০)। জানা গেছে, মৃত ব্যক্তি চবির সাবেক নিরাপত্তা কর্মী মনির আহমেদ। বয়স আনুমানিক ৭৫।

তার ছেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রহরী মো. তারেক মিয়া বলেন, 'গতকাল আসরের নামাজ পড়ে বের হওয়ার পর থেকে তিনি আর বাড়ি ফিরে যায়নি। এখন বাবার লাশ পাওয়া গেছে বিকাল সাড়ে ৩টার দিকে। ইঞ্জিনিয়ারিং অনুষদের ঝাড়ুদার জগদীশ বাসায় জানিয়েছে। পরে আমি সঙ্গে সঙ্গে এসে বাবার লাশ দেখতে পাই।'

জগদীশ রুদ্র বলেন, 'আমি অনুষদের পানির মোটর ছেড়ে পেছনে তাকিয়ে দেখি ঝোপ ফাঁকা। রাস্তা হয়ে আছে। তখন আমি একটু সামনে এগিয়ে আসতেই দেখি একজনের পা দেখা যাচ্ছে। তখন আমার সহকর্মী কাজল রুদ্রকে ডেকে আনি। লাশটাকে মনির ভাইয়ের মতো লাগলে আমরা ছবি তুলে ওনার মেয়েকে দেখালে ওনি ওনার বাবাকে শনাক্ত করেন।'

এদিকে ধারণা করা হচ্ছে, নিহত মনির আহমেদ বাঁশ ঝাড়ে বাশ কাটতে গিয়েছিলেন। তবে কিভাবে মারা গেছে তা জানা যায় নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, 'মৃত ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, থানায় নিয়ে যাওয়ার পরে আইনি যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে লাশ উনার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমাদের কাছে যদি ওনার পরিবার কোন অভিযোগ করে, সেটা যদি কোন দুর্ঘটনা হয় অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নিব।'

প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, 'হাটহাজারী থানা থেকে লোক এসে পোস্টমর্টেমের জন্য তাকে নিয়ে গেছে। যেহেতু পাহাড়ে তার লাশ পাওয়া গেছে। পোস্টমর্টেম না হলে তো কিছু বলা যাবে না। পোস্টমর্টেম এর রিপোর্ট পাওয়ার পরে সিদ্ধান্ত, তার আগে তো কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না।'

চবি,লাশ,পাহাড়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত