ফেনীতে চিনির ট্রাকে আগুন দেয়ার ঘটনায় যুবলীগ নেতা বহিষ্কার 

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১১:৫৮ | অনলাইন সংস্করণ

  ফেনী প্রতিনিধি

বিএনপি এবং জামায়াতের অবরোধের শেষ দিনে ফেনীর লালপুলে মহাসড়কে চিনিভর্তি ট্রাকে আগুন দেয়ার ঘটনায় গ্রেফতারকৃত সদর উপজেলাধীন ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নুর উদ্দিন টিপুকে দল থেকে বহিস্কারের করা হয়েছে। 

মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে সামাজিক গণমাধ্যমে ফেনী সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন এবং সাধারণ সম্পাদক করিম উল্লাহ আজাদ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের নোটিশ দেয়া হয়। কিন্তু উক্ত নোটিশে ২৭ই অক্টোবর ২০২৩ তারিখ উল্লেখিত ছিল। অর্থাৎ তাকে অক্টোবরের ২৭ তারিখ দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি প্রকাশ পায় ৭ই নভেম্বর ২০২৩। 

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবচার আপন বলেন' টিপু কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৭ই অক্টোবর বহিষ্কার করা হয়েছে।তবে তখন তাকে কেউ চিনত না। এজন্য বিজ্ঞপ্তি প্রকাশ হলেও কেউ তা গুরুত্ব দেয়নি। এখন সবাই জানতে চাচ্ছে এজন্য দলীয় কর্মীরা তা ফেসবুকে প্রকাশ করছে। তবে টিপু ২৭ অক্টোবরের পর হতে যুবলীগের কেউ নয়'।