বিএনপির ডাকা তৃতীয় দফায় সারাদেশ ব্যাপী টানা ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে মুখোশ পড়ে ঝটিকা মশাল মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।
বুধবার(৭ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে শহরের হরিশপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এই মশাল মিছিল বের করে যুবদলের নেতাকর্মীরা।
এসময় যুবদলের নেতাকর্মীরা মুখোশ পরিধান করে হাতে মশাল নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। অবরোধের সমর্থনের পাশাপাশি মিছিলে বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের মুক্তি দাবীতে স্লোগান দেন। নেতাকর্মীরা কিছুক্ষণ পরই স্থান ত্যাগ করেন।
নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, আমি ভারতে চিকিৎসার জন্য এসেছি। আমি সঠিক জানি না মিছিলে কারা উপস্থিত ছিলেন।