ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেত্রকোণায় বিষপানে কৃষকের মৃত্যু

নেত্রকোণায় বিষপানে কৃষকের মৃত্যু

নেত্রকোণার বারহাট্টায় বিষপানে দুলাল মিয়া (৩২) নামের এক কৃষকের মৃত্যূর ঘটনা ঘটেছে। বুধবার (৮ নভেম্বর) সকালের দিকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দুলাল মিয়া উপজেলা সদর ইউনিয়নের গুহিয়ালা গ্রামের সত্তার মিয়ার ছেলে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবারসূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বাজারে যাওয়ার কথা বলে তিনি বাড়ী থেকে বের হয়ে যান। পরে একই দিন রাত ৮টার দিকে লোকজনের মাধ্যমে খবর পাওয়া যায় যে, তিনি কীটনাশক খেয়ে বাড়ির পাশের একটি জায়গায় পড়ে ছটফট করছেন। এখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোকমুখে শোনা যায় যে, সম্প্রতি তিনি একটি ঘটনায় অপমানের শিকার হন। এ কারণে তিনি আতœহত্যা করে থাকতে পারেন।

ওসি খোকন কুমার সাহা জানান, ঘটনার কারণ জানা যায় নাই। মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে ।

মৃত্যু,কৃষক,নেত্রকোণা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত