সিরাজগঞ্জে এমপি মনোনয়ন পেতে উপজেলা চেয়ারম্যান পদ ছাড়লেন শফিকুল
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ১৯:১৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ ছেড়ে দিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি শফিকুল ইসলাম শফি। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়মানুসারে এই পদত্যাগপত্র জমা দেয়া হয়। এ পদত্যাগের পর নির্বাচনী এলাকায় শোভাযাত্রা করেন তিনি। তিনি বর্তমান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ওই উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম শফি আলোকিত বাংলাদেশকে বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে এমপি হয়েছিলাম। আবারো জনগণের দাবিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন বলে আশাবাদী। এমপি নির্বাচিত হলে উল্লাপাড়া ও সলঙ্গাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।