ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সীতাকুণ্ডে শ্রমিক লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

সীতাকুণ্ডে শ্রমিক লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি-জামাতের ডাকা তৃতীয় ধাপের দ্বিতীয় দিনে অবরোধের বিরুদ্ধে সীতাকুণ্ডে শান্তি সমাবেশ করেছে শ্রমিক লীগ। বৃহস্পতিবার বিকাল পাঁচটায় ছোট কুমিরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মছজিদ্দা স্কুল গেইটে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কিশোর ভৌমিক, কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মেম্বার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দীন মেম্বার, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন, বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. সেকান্দর হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. এস এম রিয়াদ জিলানী, সদস্য আবুল হোসেন বাবুল।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে বিএনপি জামাত দেশে আগুন সন্রাস দিয়ে নাশকতা সৃষ্টি করছে। তারা জালাও পোড়াও করে দেশের নিরীহ মানুষ মারছে। আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাঠে আছি ।

তিনি বলেন, দেশে শেখ হাসিনার অধিনেই জানুয়ারীতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৪ এবং ২০১৮ সালের মতো বিএনপি জামাতের সকল নাশকতার বিরুদ্ধে আমরা দাঁত ভাঙা জবাব দিবো। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বাকের ভুঁইয়ার নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি শান্তি মিছিল করে সমাবেশ অনুষ্ঠান শেষ।

অবরোধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত