মহাসড়কে পুলিশ বিজিবির টহল জোরদার
বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৪ ঘন্টায় ১৪ হাজার যানবাহন পারাপার
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ২১:০০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
বিএনপি-জামায়াতের তৃতীয় দফা ডাকা অবরোধের শেষ দিনে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংয়োগ মহাসড়কে দূরপাল্লার বাসসহ যানবাহন চলাচল বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ১৪ হাজার যানবাহন পারাপার হয়েছে। এ মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে অবরোধ উপেক্ষা করে চলছে দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপভ্যান, কাভার্ডভ্যানসহ বিভিন্ন পণ্যবাহী পরিবহন এবং দুপুর থেকে যানবান চলাচল বাড়ছে। মহাসড়ক জুড়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও বিজিবি। সকালে মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় ট্রাক ভাংচুর ও অগ্নিসংযোগ করে দূবৃর্ত্তরা। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ১৪ হাজার যানবাহন পারাপার করেছে।