সিরাজগঞ্জের প্রতিবন্ধি তরুণী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ১৭:৫১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ক্ষুন্দ্র নৃগোষ্ঠী পল্লী কাঞ্চনেশ্বর গ্রামের প্রতিবন্ধি তরুণী (৩২) ধর্ষণের ঘটনায় যুবক সঞ্জিত কুমার উরাওকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই গ্রামের অজিত কুমার উরাওয়ের ছেলে। তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ২৩ অক্টোবর রাতে ওই তরুণী প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়।
এ সুযোগে সঞ্জিত কুমার উরাও তাকে পাশের গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে। ওই তরুণী ঘরে না আসায় খুজতে থাকে পরিবারের লোকজন। একপর্যায়ে ওই গোয়াল ঘরে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। এ সময় পায়ের স্যান্ডেল ও গেঞ্জি ফেলে পালিয়ে যায় ওই যুবক। এ ঘটনায় স্থানীয়ভাবে আপোষ মিমাংশার চেষ্টা করা হয়। এ আপোষে ব্যর্থ হয় স্থানীয় মাতব্বররা। অবশেষে এ ঘটনার ২ সপ্তাহ পর ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। পুলিশ বৃহস্পতিবার রাতে ওই উপজেলার ক্ষীরপোতা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।