সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবাষির্কী
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ১৭:২৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালীসহ নানা আয়োজনে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে জেলা যুবলীগের আয়োজনে বিশাল বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরআগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি বলেন, দেশ ও জাতি গঠনে যুবলীগের বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার ভোট সংগ্রহে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে এবং বর্তমান সরকারের উন্নয়ন মানুষের মাঝে তুলে ধরতে হবে। এক্ষেত্রে যুবলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।
এ সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, আ’লীগ নেতা সজল, জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসূফ জুয়েল, যুগ্ম আহবায়ক সনজয় সাহা প্রমূখ বক্তব্য রাখেন।