ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শীতলক্ষ্যায় ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

শীতলক্ষ্যায় ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠা ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। শনিবার (১১ নভেম্বর) বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি এস্কেভেটর (ভেকু) দিয়ে কয়েকটি পাকা ও আধা পাকা স্থাপনা, টিনশেড, ঘরসহ মোট ২২টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, উপ-পরিচালক মোঃ মোবারক হোসেন মজুমদার, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, শনিবার শিমরাইল কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযানে শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠা ২২ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে নদীর দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শীতলক্ষ্যা,স্থাপনা,অবৈধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত