স্ত্রী ও মেয়ে গ্রেফতার
সিরাজগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীর হাতে স্বামী খুন
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ১৯:২৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীর দায়ের কোপে ব্যবসায়ী সাইফুল ইসলাম (৫২) খুন হয়েছে। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার মন্ডলজানি গ্রামে। এ ঘটনায় প্রথম স্ত্রী নাসিমা (৪৫) ও তার মেয়ে স্বপ্নাকে (২০) গ্রেফতার করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত সাইফুল ইসলাম প্রায় এক সপ্তাহ আগে দ্বিতীয় বিয়ে করে। এ বিয়ের পর থেকে প্রথম স্ত্রীর সাথে সংসারে অশান্তি চলছিল। এরই জের ধরে শুক্রবার রাতে স্ত্রী নাসিমা স্বামী সাইফুলের মাথায় দা দিয়ে কুপিয়ে জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সে মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্ত্রী ও মেয়েকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা মকবুল হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।