ফেনীতে ডেঙ্গুর কাছে হার মানলো তরুণী
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ২০:৫০ | অনলাইন সংস্করণ
ফেনী প্রতিনিধি
ফেনীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাহদিয়াত রহমান ইলা (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইলা ফেনীর সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের মেয়ে। তিনি ফেনী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ফলপ্রার্থী৷
ইলার বাবা মিজানুর রহমান বলেন, মেয়েটি এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পাবার সম্ভাবনা রয়েছে। পরীক্ষা শেষে ঢাকার একটি মেডিকেল ভর্তি কোচিংয়ে ক্লাস করছিল ইলা। ৭ নভেম্বর ইলা জ্বরে আক্রান্ত হয়ে ৮ নভেম্বর গ্রামের বাড়ি ফেনীতে চলে আসে। ৯ নভেম্বর তার ডেঙ্গু শনাক্ত হলে ডাক্তার রিয়াজ উদ্দিনের তত্ত্বাবধানে বাসায় চিকিৎসা চলছিল। ১০ নভেম্বর রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে ১১ নভেম্বর সকাল সাড়ে ১০টায় তাকে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আসিফ ইকবাল বলেন, ইলাকে সকাল সাড়ে ১০টার দিকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।