ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী সেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী সেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব -১২ সদস্যরা। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার বাসিন্দা এবং জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক। র‌্যাব কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস সাংবাদিকদের জানান, ২০২০ সালের ২৪ ডিসেম্বর শাহজাদপুর উপজেলার বানতিয়ার গ্রামের সোলাইমান হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে আদালতে ৪ লাখ ১৬ হাজার ৭’শ টাকার চেক জালিয়াতি মামলা দায়ের করেন।

ওই মামলায় শাহজাদপুর আমলী আদালতের যুগ্ম জজ মামুনুর রশিদ ২০২২ সালের ৭ জুন তাকে ১ বছরের কারাদন্ড ও চেকে উল্লেখিত টাকা ফেরত প্রদানের রায় দেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারী করেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ওই মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়

গ্রেপ্তার,নেতা,আসামী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত