মুদির দোকানে বিক্রিত অকটেনে মোমবাতির আগুনে ঝলসে গিয়ে যুবকের মৃত্যু
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১৯:০৮ | অনলাইন সংস্করণ
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় মুদির দোকানে অবৈধভাবে অকটেন বিক্রির সময় হঠাৎ অকটেনের বোতলে মোমবাতির আগুন লেগে ঝলসে গিয়ে মো. আরিফুল ইসলাম জিকু (২৩) নামে এক যুবকের শরীর। দগ্ধ হওয়ার ৮ দিন পর শনিবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই যুবক । নিহত জিকু উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজিয়ান এলাকার নুরুল আবছারের ছেলে। তিনি হাজিয়ান স্টেশন এলাকার একজন মুদির দোকানদার ছিলেন।
জানা যায়, গত ৪ নভেম্বর সন্ধ্যায় হাজিয়ান স্টেশন এলাকায় নিজের মুদির দোকানের পাশে আজিম স্টোর নামে অপর একটি দোকানে খোলাবাজারে অকটেন বিক্রি করার সময় হঠাৎ অকটেনের বোতলে মোমবাতির আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হয় জিকু। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে মারা যান তিনি।
ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন অগ্নিদ্বগ্ধ হয়ে জিকু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।