ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নাটোরে চলন্ত খড়বোঝাই গাড়িতে দুর্বৃত্তদের আগুন

নাটোরে চলন্ত খড়বোঝাই গাড়িতে দুর্বৃত্তদের আগুন

নাটোরে চলন্ত খড়বোঝাই একটি ভুটভুটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার(১২ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে নাটোর সদর উপজেলার চাঁদপুর ডাকপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, রোববার রাত ১০টার দিকে একটি খড়বোঝাই ভুটভুটি গাড়ি চাপাইনবাবগঞ্জ থেকে বড়াইগ্রাম দিকে যাচ্ছিলো। এসময় রাজশাহী-নাটোর মহাসড়কের সদর উপজেলার উপজেলার চাঁদপুর ডাকপাড়া মোড় এলাকায় পৌঁছালে দুবৃত্তরা চলন্ত ভুটভুটি গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এতে দ্রুত আগুন পুরো খড়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পুলিশ জড়িত দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে বলে তিনি জানান।

নাটোর,গাড়ি,আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত