সিরাজগঞ্জে পুলিশ পিকআপভ্যান উপহার দিলেন পৌর মেয়র মুক্তা
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ১৮:১৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর থানাকে পুলিশ পিকআপভ্যান উপহার দিলেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় অপারেশন কাজে ব্যবহারে রোববার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাওয়ানুল ইসলামের কাছে গাড়ীর চাবি হস্তান্তর করেন তিনি।
এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবক ও পৌর মেয়র আলোকিত বাংলাদেশকে বলেন, সিরাজগঞ্জ পৌর এলাকাসহ সদর উপজেলার আইন শৃঙ্খলা রক্ষা আরো জোরদার করার জন্য এই পুলিশ পিকআপভ্যান উপহার দেয়া হয়েছে। এ পুলিশ পিকআপভ্যান আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে। এ সময় ওসি সিরাজুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র-(১) নুরুল হক ও পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান ও অনান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।