ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর স্ত্রী লিমা হত্যার দায়ে স্বামী সবুজকে (২৬) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। সে উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের মানিক প্রামাণিকের ছেলে।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। ওই আদালতের পিপি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, উক্ত সবুজ ২০২০ সালের জুলাই মাসের শেষ দিকে একই এলাকার চর সাতবাড়ীয়া গ্রামের বকুল প্রামাণিকের মেয়ে লিমা খাতুনকে বিয়ে করে।

এ বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এ ঘটনায় বাবার কাছে লিমা তার স্বামীর বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগ করে। এরই জের ধরে ২০২১ সালের ১৬ ফেব্রæয়ারি রাতে স্ত্রী লিমাকে মারধর ও শ্বাসরোধে করে সবুজ। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে সবুজসহ ৪ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ সবুজসহ ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। এ মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন,স্বামী,হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত