ঠাকুরগাঁও সীমান্তে নীলগাই উদ্ধার 

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ২৩:৪১ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে বিলুপ্ত প্রজাতির একটি নীলগাই উদ্ধার করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।

সোমবার (১৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে পারিয়া ইউনিয়নের ফকিরভিটা নামক স্থানে ওই প্রাণীটিকে উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, সোমবার (১৩ নভেম্বর) বিকাল পৌনে ৩টার বাংলাদেশের অভ্যন্তরে শালডাঙ্গা নামক এলাকায় বণ্যপ্রাণীটিকে স্থানীয়রা দেখতে পায়। উক্ত সংবাদ পাওয়ার সাথে সাথে কান্তিভিটা সিমান্তরক্ষী বাহিনীর সদস্যরা (বিজিবি) স্থানীয়দের সাথে নিয়ে বিলুপ্ত প্রজাতির নীলগাইটিকে খুঁজতে থাকে। পরে অনেক খুঁজাখুজির পর উপজেলার পারিয়া ইউনিয়নের ফকিরভিটা নামক স্থান থেকে নীলগাইটিকে আটক করা হয়। স্থানীয়দের ধারনা নীলগাইটি ভারতে থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সহকারি পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী বলেন স্থানীয়দের সহযোগিতায় নীলগাইটিকে উদ্ধার করে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বণবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।