ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লাকসামে ২টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লাকসামে ২টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ৬ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন ও আবেদনগর সুন্নিয়া দাখিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবনসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কতৃক নবনির্মিত কুমিল্লা জেলায় ৩৫টি ভবনের উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

"শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ" এ শ্লোগানকে সামনে রেখে আজ ১৪ নভেম্বর মঙ্গলবার গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল হাই সিদ্দিকী, উপজেলা পরিষদ ভাইরাস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইরাস চেয়ারম্যান পড়শী সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারহানুর রহমান, লাকসাম থানা পুলিশের ওসি আবদুলাহ আল মাহফুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, স্হানীয় সরকার প্রকল্প বাস্তবায়ন মিশুক দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে দুটি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

লাকসাম,উদ্বোধন,প্রধানমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত