ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রি অফিস ভবনের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রি অফিস ভবনের উদ্বোধন

সারাদেশের সাথে একযোগে ভার্চুয়ালী যুক্ত হয়ে ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রি অফিসের চারতলা ভবন ও মডেল মসজিদসহ একাধিক ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ।

গতকাল মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে তিনি ভবন গুলোর উদ্বোধন করেন। পরে ভবন উদ্বোধন উপলক্ষে জেলা রেজিস্ট্রি অফিস চত্বরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দীন, গণপূর্ত বিভাগের প্রতিনিধি ইঞ্জিয়ার মাহাবুব হোসেন, অফিস সহকারী রবিউল কবির, দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল ওয়্দাুদ সরকার, সাধারণ সম্পাদক আমিনুল, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ ও জেলা রিজিস্ট্রি অফিসের নকল নবিশগণসহ অনেকে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের তত্বাবধানে ৫ কোটি ৭০ লাখ ৩১৬ টাকা ব্যায় ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

ঠাকুরগাঁও,রেজিস্ট্রি,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত