ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে ৫১ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে ৫১ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার সকালে গণভবন থেকে যুক্ত থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশের ন্যায় দিনাজপুর জেলায় যুক্ত থেকে এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে দিনাজপুর জেলায় একসাথে ৫১টি উন্নয়ন প্রকল্পের ফলক প্রধানমন্ত্রীর পক্ষে উম্মোচন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ,উপ সচিব মোরারজি দেশাই বর্মণ, এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ এ. এফ এম নুরউল্লাহ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, দিনাজপুর সিভিল সার্জন ডা. সৈয়দ বোরহান উল ইসলাম সিদ্দিকী, এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান, দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের উপাধক্ষ্য আলহাজ্ব সৈয়দ নাদির হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য সুলতানা বুলবুল, দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু বকর সিদ্দিক, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, জেলা সমাজ সেবা অফিসার এমদাদুল হক প্রামানিক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম, গণপুর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামীসহ বিভিন্ন পৌরসভার মেয়রব, পরিষদের চেয়ারম্যানবৃন্দ, নির্বাহী অফিসারগণ, প্রকৌশলীগণ, বিভিন্ন সরকারি দপ্তরের অফিস প্রধানগন, পৌর সভার কাউন্সিলরবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকবৃন্দ প্রমুখ।

দিনাজপুর,প্রকল্প,প্রধানমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত