ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৪ তলা বিশিষ্ট মাদ্রাসা ভবন উদ্বোধন

সিরাজগঞ্জে ৪ তলা বিশিষ্ট মাদ্রাসা ভবন উদ্বোধন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়া ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এ উদ্বোধন করেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ এবং তিনি বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সাত্তার মাস্টারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, সহ-সভাপতি ফনি ভূষন পোদ্দার, ধুবিল ইউনিয়ন আ’লীগের সভাপতি মনিরুজ্জামান মাষ্টার, সাধারণ সম্পাদক আব্দুল করিম, অধ্যক্ষ মিজানুর রহমান, কৃষকলীগ নেতা আব্দুল হান্নান নান্নু, ফারুক প্রামানিক প্রমুখ।

এদিকে এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ দিনভর নির্বাচনী এলাকার (রায়গঞ্জ-তাড়াশ) বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও উদ্বোধন করেন। এ সময় দলীয় নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,ভবন,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত