পৌর মেয়রের উদ্যোগ
সিরাজগঞ্জে স্থাপিত হলো স্মার্ট ডিজিটাল ডাস্টবিন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১৯:১৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ শহরের বড় বাজার এলাকায় সেকেন্ডারি ট্রান্সফর স্টেশন (এসটিএস) স্মার্ট ডিজিটাল ডাস্টবিন স্থাপন করা হয়েছে। বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামালের উদ্ভাবিত এ ডাস্টবিন মঙ্গলবার দুপুরে উদ্বোধন করেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, পৌরসভার প্যানেল মেয়র-১ নুরুল ইসলাম, প্যানেল মেয়র-২ রিয়াদ রহমান, কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, আরজুসহ পৌর কর্মকর্তাগণ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ ডাস্টবিনের উদ্ভাবনকারী মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, প্রায় ২ বছর আগে মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার উদ্যোগে শহরের মুজিব সড়কে প্রথম ডিজিটাল ডাস্টবিন স্থাপন করা হয়। এরপর দ্বিতীয় ডিজিটাল ডাস্টবিন স্থাপন হয় সদর থানার সামনে। এক বছরের গ্যারান্টি ও ৪ বছরের ওয়ারেন্টিযুক্ত এ দুটি ডিজিটাল ডাস্টবিন সফলতা পেয়েছে এবং পৌরবাসীর মাঝে ইতিমধ্যেই সাড়া পড়েছে। শহর পরিচ্ছন্ন রাখতে ও দুর্গন্ধমুক্ত শহর গড়তে এবার ডিজিটাল স্মার্ট ডাস্টবিন স্থাপন করা হলো। এ ডাস্টবিনে ময়লা থাকবে বাক্সে আবদ্ধ। বাক্সের কাছাকাছি গেলে একাই সাঁটার খুলে যাবে। ভেতরে ময়লা ফেলে সরে গেলে সাঁটার বন্ধ হয়ে যাবে। এতে কোনো প্রকার গন্ধ ছড়াবে না। বাক্সটি ময়লা ভর্তি হলে পৌরসভার ট্রাক এসে ডাস্টবিনের মেশিনে সুইচ টিপে দিলে বাক্সটি ট্রাকে ময়লা ঢেলে দেবে। আবার সুইচ টিপলে বাক্সটি যথাস্থানে চলে যাবে। এতে ময়লা ছড়িয়ে ছিটিয়ে গন্ধও ছড়াবে না।
পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, জনস্বার্থে পরিচ্ছন্ন শহর গড়তে বিভিন্ন স্থানে ডিজিটাল ডাস্টবিন স্থাপন করছি। পৌরবাসীর সচেতনতা সৃষ্টির লক্ষ্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।