সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর ছলিমাবাদ এলাকার ভূতের মোড়ে অস্থায়ী আওয়ামীলীগ অফিসে আগুন দিয়েছে দুর্বত্তরা। এতে ওই ঘরসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পুড়ে গেছে। চৌহালী থানার ওসি হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার মধ্যরাতে টিনের নির্মিত ওই অস্থায়ী আওয়ামীলীগ অফিসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং একটি অবিস্ফোরিত ককটেলসহ বেশকিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আবুল কালাম আজাদ মোল্লা সাংবাদিকদের বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আগুন দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।