সিরাজগঞ্জে অর্ধকোটি টাকার হেরোইনসহ ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১৮:০৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের রামারচর মোড় এলাকায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী জাকারিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব -১২ সদস্যরা। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ছাবানিয়া গ্রামের এনামুল হকের ছেলে।
র্যাব-১২’র কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১২’র অধিনায়ক মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় বুধবার ভোরে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার মূল্যে অর্ধকোটি টাকার বেশি। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সলংগা থানায় মামলা হয়েছে।