সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক জীবনমান উন্নয়নে লক্ষ্যে বাড়ন্ত ষাড় বাছুর বিতরণ করা হয়েছে। সমম্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার সকালে উপজেলা প্রাণী সম্পদ চত্বরে এ বাছুর বিতরণের উদ্ধোধন করেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ।
এ অনুষ্ঠানে তিনি বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উপজেলা নিবার্হী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাণী সম্পদ অফিসার ডা. হাবিবুর রহমান খান, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলিউল রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, ইউপি চেয়ারম্যান হাবিব প্রমুখ।
উল্লেখ্য, ১০৭ জন সুফলভোগীদের মধ্যে ৫০ জনকে বাড়ন্ত ষাড় বাছুর বিতরণ করা হয়েছে এবং বাকীদের পরে দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে। এরআগে এ প্রকল্পের রোগাক্রান্ত বাছুর বিতরণ চেষ্টার অভিযোগে বন্ধ করে দেয়া হয়। স্থানীয় এমপির নির্দেশে এ ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়। তবে গঠিত কমিটির তদন্ত নিয়েও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।