সিরাজগঞ্জে বিয়ে করতে না পেরে যুবকের আত্মহত্যা
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ২০:২৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে বিয়ে করতে না পেরে মাদকাসক্ত যুবক ইমদাদুল (২৪) আত্মহত্যা করেছে। সে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়ারপুর উত্তরপাড়া মহল্লার আব্দুল মতিনের ছেলে। শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। তাকে বেশ কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রেও পাঠানো হয়েছিল। কিছুদিন আগে মাদক নিরাময় কেন্দ্র থেকে ওই যুবক বাড়ি আসার পর বিয়ের কথা বলে। তবে নেশাগ্রস্থ ওই যুবকের সাথে কেউ মেয়ে বিয়ে দিতে রাজি হয়নি। একপর্যায়ে বুধবার সকালে সে একই এলাকার একটি পরিত্যক্ত ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।