ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নোয়াখালীতে তফসিল বাতিল ও আ. লীগের পদত্যাগের দাবীতে ঝটিকা মিছিল

নোয়াখালীতে তফসিল বাতিল ও আ. লীগের পদত্যাগের দাবীতে ঝটিকা মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও আওয়ামী লীগের পদত্যাগের দাবিতে নোয়াখালী জেলা শহরে ঝটিকা মিছিল করেছে বিএনপি জামায়াতসহ সরকার বিরোধীরা।

বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে জেলা জামে মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে আদালত প্রাঙ্গন এলাকায় গিয়ে শেষ হয়েছে।

এ ছাড়া তফসিল ঘোষণার পর অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে জেলা শহরের মাইজদী শহীদ ভুলু ষ্টেডিয়াম, নতুন বাসষ্ট্যান্ড, শহরের বিশ্বনাথ এলাকা, সেনবাগ উপজেলার সমির মুন্সিরহাট এলাকা, বেগমগঞ্জ উপজেলার চৌমুনী বাজার, বাংলাবাজার এলাকার পলোয়নপুল এলাকা, আমিন বাজার ও রমজানবিবি এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং বেশ কয়েকটি পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজীব জানান, রাত ৮টার দিকে সেনবাগ উপজেলার সমির মুন্সিরহাট এলাকায় চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়কের উপর বিএনপি জামায়াত কর্মিরা টায়র জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। ওই সময় পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।

নোয়াখালী,মিছিল,বাতিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত