সীতাকুণ্ডে অস্ত্রসহ যুবক গ্রেফতার

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ১৭:৪৮ | অনলাইন সংস্করণ

  সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ডে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। 

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা থেকে মো. আব্দুর বারেক ওরফে পিয়ারু নামের এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সলিমপুর সমাদরপাড়া এলাকার মৃত আবদুল কাসেমের ছেলে।

বৃহস্পতিবার ভোররাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই শামিউর রহমানের নেতৃত্বে সলিমপুর ইউনিয়নের ফকির হাট এলাকার দক্ষিণে রেললাইন  থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার দেহ তল্লাশি করে একটি অত্যাধুনিক ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, নাশকতার উদ্দেশ্যে রেললাইনে অপেক্ষা করছিল গ্রেপ্তারকৃত সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে । 

তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, পুলিশের ওপর হামলা এবং  নাশকতার ঘটনায় থানায় নয়টি মামলা রয়েছে বলে জানান তিনি। গ্রেফতার কৃত আব্দুর বারেক পিয়ারুকে বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে ।