হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানার রাধানগর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। তারা হলো, পাবনার সুজানগর উপজেলার গোপালপুর গ্রামের কুরবান মন্ডলের ছেলে ইমুল মন্ডল (২৩) ও বড়খাপুর গ্রামের দীনেশ চৌধুরীর ছেলে রুবেল চৌধুরী (২০) র্যাব -১২’র কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১২’র অধিনায়ক মারুফ হোসেন পি্িপএম’র দিকনির্দেশনায় বুধবার গভীর রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক কাজে ব্যবহৃত ১ টি ট্রাক ও ২টি মোবাইল জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।