সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর জোতপাড়া ঘাট এলাকায় দুই নৌকার সংঘর্ষে শ্রমিক আকুব্বর (৫৫) নিখোঁজ হয়েছে। সে কুষ্টিয়ার খোকশা উপজেলার কোমরভোগ গ্রামের মৃত কাছেদ আলীর ছেলে। চৌহালী থানার ওসি হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত উপজেলার খাষপুকুরিয়া এলাকা থেকে বৃহস্প্রতিবার দুপুরে বালুবাহী দুটি নৌকা জোতপাড়া ঘাটে যাচ্ছিল। এ সময় নৌকা দুটি উল্লেখিত এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি নৌকার সঙ্গে ধাক্কায় ১টি নৌকা উল্টে যায়। এ উল্টে যাওয়া নৌকার সঙ্গে পেছনের নৌকার সংঘর্ষ হয়। এ সংঘর্ষে মাঝিসহ ২ নৌকার ৭/৮ শ্রমিক পানিতে পড়ে যায় এবং মাঝিসহ ৭ শ্রমিক সাতঁরে তীরে উঠলেও আক্কুবর নিখোঁজ রয়েছে।
বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে এবং যমুনা নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এখনও ওই শ্রমিকের সন্ধান মেলেনি। এ ঘটনায় উল্লেখিত এলাকায় নারী পুরুষের ভিড় জমে উঠেছে।