সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ১৪:৫৭ | অনলাইন সংস্করণ

  সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় সাত যুবক দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

দগ্ধরা হলেন- সাভারের আমিনবাজার হিজলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো: রায়হান (১৯), একই গ্রামের শহিদের ছেলে মো: নাহিদ (১৮), আব্দুর রউফের ছেলে হাদিস (১৮), জামরুল মিয়ার ছেলে মো: মনারুল (২০) এবং আমিনবাজার হিজলা এলাকায় ভাড়া বাসায় থাকা জুয়েল (২৩), রুবেল (২৫) ও  মো: আল আমিন (২৬)। 

শুক্রবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে আমিনবাজারের হিজলা এলাকার আব্দুর রাজ্জাকের মালিকানাধীন বাড়ির এক পরিত্যক্ত কক্ষে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

মুঠোফোনে বাড়ির মালিক আব্দুর রাজ্জাক জানান, ঘরের ভিতরে থাকা গ্যাস পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে আমার ছেলেও ছিল। বর্তমানে আমি হাসপাতালে আছি। পরে বিস্তারিত বলা যাবে।

এব্যাপারে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর-রশিদ বলেন, অগ্নিকান্ডে বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।