সোনাগাজীতে ঘূর্নিঝড় মিধিলির প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ১৮:১৩ | অনলাইন সংস্করণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে ঘূর্নিঝড় মিধিলির প্রভাবে ঘরবাড়ি, গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৬০টি ঘরের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ হাজার ৯৭৮ হেক্টর চাষাবাদকৃত আমন ধানের জমির মধ্যে ৫০ হেক্টর জমির ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ৬৫০ হেক্টর সবজি চাষকৃত আবাদী জমির মধ্যে ৫ হেক্টর জমির সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ১৫টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। ১৫০টি স্পটের তার ছিঁড়ে গেছে। পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হলেও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদ্যুৎ সরবারাহ করা সম্ভব হয়নি।