ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাজীগঞ্জে ঘূর্ণিঝড় মিধিলি‘র তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

হাজীগঞ্জে ঘূর্ণিঝড় মিধিলি‘র তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় মিধিলি‘র তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি শুক্রবার বিকেলে বাংলাদেশের উপকুলে হানা দেয়। বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড়ে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলের বাড়ির ঘরের চালে, রাস্তাঘাটে গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাস্তা ধসে পড়ে চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। কয়েক ঘন্টা বিদ্যুৎ বিহীন ছিল হাজীগঞ্জের বিভিন্ন অঞ্চল। মিধিলি‘র তাণ্ডবে বিভিন্ন এলাকায় ঘরের উপর গাছ পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে উপজেলার ডাটরা-শিবপুরে হাফেজ মিয়ার বসত ঘরের উপর গাছ পড়ে চাল ভেঙ্গে নিচে চেপে পড়ে ক্ষতিসাধিত হয়।এছাড়া ঐ এলাকায় আরো কয়েকজনের বসত ঘর,মোরগের ফার্মের মোরগ অনেক মারা যায়।

জানা যায়, এদিন ঘূর্ণিঝড় মিধিলির তান্ডবে উপেজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তারালিয়া গ্রামে সোহেল মিয়ার তিনটি বসত ঘরের উপর গাছ পড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকায় প্রায় একশ হেক্টর জমিতে লাউ, কুমড়া, লাল শাক, মুলা ও ক্ষিরা চাষ করা হয়। শুক্রবারের মিধিলি‘র তাণ্ডবে এসব ফসল পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা জানিয়েছে এখানে প্রায় আড়াই হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, এই এলাকায় সরকারি খালের উপর প্রভাবশালীরা মাছ চাষ করার কারণে পানি আটকে ক্ষতিসাধিত হয়েছে। এখানে প্রায় আড়াইশ কোটি টাকার সবজি চাষ হতো। তবে ঘূর্ণিঝড়ে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

হাজীগঞ্জ,ঘূর্ণিঝড়,ক্ষয়ক্ষতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত