ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফেনীতে চলছে হরতাল, মালবাহী কাভার্ডভ্যানে আগুন

ফেনীতে চলছে হরতাল, মালবাহী কাভার্ডভ্যানে আগুন

ফেনীতে সরকারের পদত্যাগ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার প্রতিবাদে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘন্টার হরতাল সারাদেশে শুরু হয়েছে। হরতালের প্রথমদিনে ফেনীতে ভোর থেকে এখনো পর্যন্ত বিএনপি-জামায়াতের কোন নেতাকর্মীকে সড়ক-মহাসড়কে বিক্ষোভ মিছিল,পিকেটিং করতে দেখা যায়নি। তবে মহাসড়কসহ ও শহরের সড়কগুলোর বিভিন্ন পয়েন্টে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদেরকে অবস্থান নিতে দেখা যায় এবং মটর বাইকে মহড়া দিতে দেখা যায়।

গতকাল রাতে হরতালের সমর্থনে ছাত্রদল-স্বেচ্চাসেবক দলের নেতাকর্মীদেরকে মহিপাল মহাসড়কে মশাল মিছিল নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। এদিকে শনিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল লাতু মিয়া সড়কের মাথা এলাকায় একটি মালবাহী কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ পুড়ে যায় এবং গাড়িতে থাকা কিছু মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফেনী ফায়ার স্টেশনের কর্মকর্তা আবদুল মজিদ জানান, রাত আনুমানিক দেড়টার দিকে কাভার্ডভ্যানে আগুন লাগার সংবাদ পাই। পরে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, কাভার্ডভ্যান পরিবহনটি ডায়মন্ড কার্গো সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানের। এটি চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ছেড়ে আসে।

এ বিষয়ে জানতে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরীকে ফোন দিলে তিনি কল রিসিভ করেননি।

ফেনী,কাভার্ডভ্যান,আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত