সীতাকুণ্ডে এক যুবদল নেতার বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উপজেলার কুমিরা ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাবেক ৭ নং ওয়ার্ডের মেম্বার আলমগীরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে তার বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে। শনিবার রাত ৩ টার দিকে আলমগীর মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
সূত্রে জানাগেছে, হামলাকারীরা রাতে বাড়ির দরজা ও জানালার গ্লাস ভাংচুর করে এবং ১০/১৫টি কটকেলও ছুড়ে মারে ।
যুবদল নেতা আলমগীরের চাচি সাবিনা আক্তার জানান, শনিবার রাত ৩ টার দিকে ১৫/২০ জন মুখোশধারী একটি দুর্বৃত্তর দল এসে বিল্ডিং ঘরের নিচের তলার দরজা জানালায় হামলা চালিয়ে ভাংচুর করে এবং ১০/১৫ টি ককটেল ছুড়ে মারে। এই সময় ঘরে থাকা নয় মাস বয়সী ফোরহান নামের এক শিশু আহত হয়। হামলায় ঘরের দরজা জানালার গ্লাস ভেঙে চুরমাচুর হয়ে যায়, একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, কুমিরায় সাবেক ইউপি মেম্বার আলমগীরের বাসায় হামলার ঘটনা শুনেছি কিন্তু কেউ অভিযোগ করেনাই তারপরও আমি রবিবার দুপুরে সাদা পোশাকধারী একটি পুলিশের টিম পাঠিয়েছি। তারা তদন্ত করে রিপোর্ট দিলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এদিকে হামলা ও ভাঙচুরের এই ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবী করেছেন উপজেলা যুবদলের সভাপতি ফজলুল করিম চৌধুরী।