যমুনায় নিখোঁজের ৩ দিন পর শ্রমিকের লাশ উদ্ধার
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১৮:৫০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজের ৩ দিন পর শ্রমিক আকোব্বর আলী (৬০) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। সে কুষ্টিয়ার খোকশা উপজেলার কোমরভোগ গ্রামের মৃত কাছেদ আলীর ছেলে। চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামছুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার জোতপাড়া এলাকায় যমুনায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হয় বাঁধ নির্মাণ শ্রমিক আকুব্বর। নিখোঁজের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। ২ দিনেও তার সন্ধ্যান না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়। এ নিখোঁজের ৩ দিন পর রোববার বিকেলে যমুনা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।