ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

জমিজমা নিয়ে বিরোধ, সিরাজগঞ্জে বাড়িঘর ভাংচুর-লুটপাটের অভিযোগ 

জমিজমা নিয়ে বিরোধ, সিরাজগঞ্জে বাড়িঘর ভাংচুর-লুটপাটের অভিযোগ 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কলিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত ঘটনায় এক গৃহবধূর বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে প্রকাশ, উক্ত গ্রামের মোয়াজ্জেম হোসেন গ্রুপের সাথে একই গ্রামের ভূমিদস্যু রাশিদুল ইসলাম (৪২) গ্রুপের দীর্ঘদিন ধরে ১০ শতাংশ বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে রাশিদুল গংরা জোরপূর্বক মোয়াজ্জেম গ্রুপের আনাস হোসেনের বাড়িঘর ভাংচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটায়। এরআগে ওই বাড়ির ফলজ গাছ কেটে নেয়া হয়। এ সময় প্রবাসী আনাসের স্ত্রী অঞ্জনা খাতুন বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। বর্তমানে ওই গৃহবধূ প্রাণনাশের ভয়ে স্বামীর বাড়ি ছেড়ে এখন বাবার বাড়ি অবস্থান করছে। এ ব্যাপারে অঞ্জনা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হেনা কামাল মোস্তফা সাংবাদিকদের বলেন, এ ঘটনায় একাধিকবার শালিসি বৈঠক করেও মিমাংসা হয়নি। তবে ওই দিনের সংগঠিত ঘটনা নিয়ে আপোষ মিমাংসার চেষ্টা চলছে। রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, এ ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত