ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে নাশকতা মামলায় গ্রেফতার ৩

রংপুরে নাশকতা মামলায় গ্রেফতার ৩

নাশকতার মামলায় রংপুরের মাহিগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির মো. আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশ। অন্যদিকে, নাশকতা চেষ্টার অভিযোগে রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুস সালাম ও কর্মী ফারুক মিয়াকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে জামায়াত ও বিএনপির নেতা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন।

তিনি জানান, সকালে বিএনপির কয়েকজন নেতাকর্মী চারতলা মোড়ে পিকেটিংসহ নাশকতার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। সেখান থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। সেই সঙ্গে রাতে নাশকতা মামলার আসামি রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার জামায়াতে ইসলামীর আমির মো. আজিজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন বলেন, রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনজীবন স্বাভাবিক রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বাত্বকভাবে মাঠে রয়েছে।

নাশকতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত