পিকেটিংয়ের সময় চাঁদপুরে দুই ছাত্রদল নেতা আটক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১১:৪৬ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে হরতালের সমর্থনে মিছিল শেষে পিকেটিং করার সময় সদরে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া করে পুলিশ। এ সময় ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন-সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ছাত্রদল নেতা মো. সাকিব ও রবিউল।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন থেকে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম উল্লাহ ও সঙ্গীয় সদস্যরা তাদেরকে আটক করেন।

স্থানীয়রা জানান, সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে হরতালের সমর্থনে মিছিল শেষে পিকেটিং করার সময় ধাওয়া করে পুলিশ। এসময় ইউনিয়ন ছাত্রদল নেতা সাকিব ও রবিউলকে আটক করতে সক্ষম হন পুলিশ। তারা কিছু অটোরিকশা ভাঙচুর করার চেষ্টা চালায় করে এবং কয়েকজন অটোরিকশাচালককে মারধর করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, আটকদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। এদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।