নাটোরে ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১৬:৪২ | অনলাইন সংস্করণ

  নাটোর প্রতিনিধি

নাটোরে ট্রাকের ধাক্কায় মোছা. সাথী খাতুন (২৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার রাজশাহী-নাটোর মহাসড়কের চাঁদপুর পাবনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সাথী খাতুন পুঠিয়া থানার ঝলমলিয়া এলাকার হিমেলের স্ত্রী এবং তিনি নাটোর কিষোয়ান কোম্পানির নারী শ্রমিক ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ নভেম্বর) সকালে একটি অটোভ্যানযোগে চার শ্রমিক নাটোর কিষোয়ান কোম্পানিতে যাচ্ছিলেন। এ সময় নাটোর সদর উপজেলার রাজশাহী-নাটোর মহাসড়কের চাঁদপুর পাবনাপাড়া এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা এক ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি উল্টে গিয়ে ৪ জন আহত হন। এসময় ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়রা নারীসহ আহত চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাথী খাতুনের মৃত্যু হয়। বর্তমানে আহত তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

পবা হাইওয়ে পুলিশ কর্মকর্তা ওসি মোফাক্কারুল ইসলাম বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘাতক চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।