ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে কর্মচারীর বাড়িতে সৌদি নাগরিক

কিশোরগঞ্জে কর্মচারীর বাড়িতে সৌদি নাগরিক

কিশোরগঞ্জের হোসেনপুরে ছেলেকে নিয়ে কর্মচারীর বাড়িতে বেড়াতে এসেছেন সৌদি নাগরিক।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তিন দিনের সফরে হেলিকপ্টার যোগে কিশোরগঞ্জের হোসেনপুর পৌঁছান তাঁরা। আহাম্মদ হলিবি ও তার ছেলে আব্দুল লিল হলিবি সৌদি আরবের দাম্মামের আল হাসার খালিদীয়া এলাকার অধিবাসী।

সৌদি আরবের দুই নাগরিক বাবা-ছেলেসহ হেলিকপ্টার দেখতে এলাকায় ভিড় করেন শিশু, নারী, পুরুষসহ বিভিন্ন বয়েসি মানুষ।

জানা যায়, উপজেলার সাহেবের চর গ্রামের মৃত চান মিয়ার ছেলে খাইরুল ২০ বছর এবং ছোট দুই ভাই হামিদ ও সারোয়ার সাত বছর আগে সৌদি আরবে যান। সৌদি আরবের দাম্মাম শহরের আল হাসার খালিদিয়া এলাকার শামীম আহাম্মদ হলিবির পরিবারের কৃষিকাজ করেন খাইরুল ও হামিদ। সারোয়ার গাড়িচালক হিসেবে কর্মরত।

সেখানে কাজ করার সুবাদে মালিকদের সঙ্গে তাদের তিন ভাইয়ের ভালো সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানে আজ বাংলাদেশে আসেন সৌদি নাগরিক আহাম্মদ হলিবি ও তার ছেলে আব্দুল লিল হলিবি।

আব্দুল হামিদ এক সপ্তাহ আগে দেশে এসেছেন। মালিক ও ছেলের সঙ্গে দেশে এসেছেন খাইরুল। সৌদিতে রয়ে গেছেন সারোয়ার।

মঙ্গলবার ভোরে দেশে এলে বিমানবন্দর থেকে হামিদ তাদের বরণ করেন। পরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে হোসেনপুর সদরের ঢেঁকিয়া খেলার মাঠে আসেন। সেখান থেকে মাইক্রোবাসে করে তারা সাহেবের চর নয়াপাড়া এলাকায় যান।

কিশোরগঞ্জ,সৌদি,কর্মচারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত