ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে লোকালয়ে বানর, উৎসুক জনতার ভিড়

ঈশ্বরগঞ্জে লোকালয়ে বানর, উৎসুক জনতার ভিড়

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাবারের সন্ধানে লোকালয়ে এসে এদিক-সেদিক ছোটাছুটি করছে একটি বানর। এ নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক।

সোমবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার পৌর এলাকার ঈদগাঁ মাঠ সংলগ্ন পাঠ গুদাম এলাকায় এই দৃশ্য দেখা যায়।

স্থানীয়রা জানান, ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর শহরের চরনিখলা গ্রামের বিভিন্ন বাসা বাড়িতে ও গাছের ডালে খাবারের জন্য বানরটি ঘুরে বেড়াচ্ছে। বানরটির বর্তমান অবস্থান কাকনহাটি সরকার বাড়ি।

স্থানীয় মো: আশিকুল ইসলাম, মো: নূহ্ইল ইসলামসহ একাধিক স্থানীয় জনসাধারণের ভাষ্য, বানরটি প্রায় ১০-১২ দিন ধরে বৃহত্তর রাণীরবন্দর এলাকায় ঘুরে বেড়াচ্ছে।

ঈশ্বরগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মো: শহিদুল্লা বলেন, ভালুকা সিস্টোর এলাকায় কিছু বানর দেখা যায় সম্ভবত সেখান থেকে আসতে পারে। ক্ষুধার্ত বানরগুলো খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। তিনি আরো বলেন, উৎসুক জনতা যেন বানটির ক্ষতি না করে সে দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা বন বিভাগের পক্ষ থেকে বানরটি উদ্ধারের চেষ্টা করবো।

ঈশ্বরগঞ্জ,লোকালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত