হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানার নাইমুড়ী বাজার এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দাদি-নাতনির মৃত্যু হয়েছে। তারা হলো, উল্লাপাড়া উপজেলার বড়ধুনগাছা গ্রামের জহিরুলের স্ত্রী সামিরুল খাতুন (৩৫) ও তার নাতনি রোকেয়া (৫)। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার সন্ধ্যায় ওই দাদি-নাতনি ইজিবাইকযোগে গ্রামের বাড়ি যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে নাটোরগামী একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে ইজিবাইকের ৪ যাত্রী গুরুতর আহত হয়। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেয়ার পথে ওই ২ জন মারা যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।