ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

১৯ বছর ধরে পলাতক ধর্ষক র‌্যাবের হাতে গ্রেপ্তার  

১৯ বছর ধরে পলাতক ধর্ষক র‌্যাবের হাতে গ্রেপ্তার  

শেরপুরে চাঞ্চল্যকর ৬ বছরের শিশু ধর্ষন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জাকির হোসেনকে (৩৫) দীর্ঘ ১৯ বছর ধরে পলাতক থাকার পর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।

জাকির হোসেন জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া গ্রামের মোঃ আবেদ আলীর ছেলে। আটককৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার দুপুরে র‌্যাব-১৪ এর দেয়া এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে।

ঘটনার মামলা সূত্রে র‌্যাব জানায়, ভিকটিম গত ২৬ নভেম্বর ২০০৪ খ্রি. রোজ শুক্রবার বিকেলে তার বাবার খোঁজে বাড়ীর পশ্চিম পাশে মহারশি নদীর ধারে যায়। বাবাকে না পেয়ে বাড়ীতে ফিরছিল শিশুটি। এমন সময় একই গ্রামের মোঃ আবেদ আলীর ছেলে আসামী জাকির হোসেন ভিকটিম অবুঝ শিশুটিকে নদীর ধারে একটি ঝোপ ঝারের ভিতর নিয়ে জোরপূরর্বক ধর্ষণ করে। এসময় ভিকটিমের আত্মচিৎকারে তার মা ও স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামী জাকির হোসেন দ্রুত পালিয়া যায়। পরে স্থানীয় লোকজন ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

পরে ভিকটিমের বাবার দাখিলকৃত এজাহারের ভিত্তিতে ঝিনাইগাতী থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়, মামলা নং-০৭/৯১, তারিখঃ ২৮/১১/২০০৪ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(১)। মামলার তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। বিজ্ঞ জেলা ও দায়রা জজ ট্রাইবুনাল-২, শেরপুর গত ৮ ইং অক্টোবর ২০০৯ ইং তারিখে আসামী জাকিরকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। মামলার পর থেকেই গত ১৯ বছর ধরে পলাতক ছিল আসামি জাকির হোসেন।

ধর্ষক,র‌্যাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত