সিরাজগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ১৬:৫৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ-কামারখন্দ আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল উত্তরপাড়া পূর্বচড়া নামকস্থানে চালক মানিককে (২৫) গলা কেটে হত্যার পর জানপাখি নামের ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা। সে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার বিকেলে মানিক তার ওই ইজিবাইক নিয়ে বের হয় এবং আর সে বাড়ি ফিরে আসেনি। বহু খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি। বুধবার সকালে উল্লেখিত স্থানে পাটি বেতের বাগানে তার গলা কাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশী দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যার পর ইজিবাইক নিয়ে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে জেলা গোয়েন্দা বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, এ নির্মম হত্যাকান্ডে জড়িতদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে তিনি উল্লেখ করেন।