জাতীয় নির্বাচনী তফশিল বাতিলের দাবিতে সিরাজগঞ্জে ঝটিকা মিছিল ও সমাবেশ করায় ৩ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, নজরুল ইসলাম (৫৭) , আব্দুল কাদের (৫৬) ও সুলতান মাহমুদ (৫৬)। এ ৩ জন জেলা জামায়াতের রোকন সদস্য। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, মঙ্গলবার ভোরে জামায়াতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলো। এরই ধারাবাহিকতায় সকাল ৭টার দিকে তফসিল বাতিলের দাবিতে শহরের এস বি ফজলুল হক রোডে ঝটিকা মিছিল বের করে। তারা ৫/৭ মিনিটের মধ্যে মিছিল ও সমাবেশ শেষে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ নাশকতার পরিকল্পনার অভিযোগে সংশ্লিষ্ট থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।