ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, গ্রেপ্তার-২

আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, গ্রেপ্তার-২

ঢাকার আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখসহ প্রায় অর্ধশত জনের নামে মামলা দায়ের করেছেন বাসের চালক আব্দুল বাসেদ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম। এরআগে মঙ্গলবার রাত ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া নন্দন পার্ক এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার বাইদগাঁও এলাকার মৃত আবুল কাশেমের ছেলে সোহেল রানা (৪৫) এবং আশুলিয়ার গণকপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আলমগীর হোসেন ওরফে টিটু (৩৮)।

মামলার অন্যান্য আসামীরা হলো- আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের মোঃ আব্দুল্লাহ আল মামুন (৪৯), মোবারক হোসেন (৪৬), মোঃ আব্দুর রাজ্জাক (৫১), মোঃ তোজাম্মেল হক (৫১), মোঃ মশিউর রহমান খান ওরফে মিন্টু (৪৩), মোঃ আব্দুল হাই (৫০), শফিক (৪৬), আব্দুল জলিল (৪৬), মোবারক (৪২), আবু সামা (৪৫), এরশাদ হোসেন (৪৬) ও আব্দুল মালেক (৩৮)। এছাড়াও অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জন।

পুলিশ জানায়, গতকাল রাতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা সাভার পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব ১৫-৩১৪৯) অগ্নিসংযোগ করে দূর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা হয়েছে। সেই সাথে ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আশুলিয়া,অগ্নিসংযোগ,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত