নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সিয়াম নামে ৬ বছরের এক শিশুকে নদীতে ফেলে হত্যার ঘটনায় মো. মিঠু ভূইয়া (৩১) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই মামলায় পৃথক অন্য ধারায় ১০ বছর ও ৭ বছরে কারাদণ্ড প্রদান এবং প্রত্যেক ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. মিঠু ভূইয়া রূপগঞ্জের গন্ধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আসামী মিঠু ট্রলি গাড়ির হেলপার ছিলো। সেই ট্রলি গাড়ির মালিক ছিলো নিহত শিশুর বাবা রূপগঞ্জের বিরাব এলাকার মো. মোফাজ্জল হোসেন। আর এই মোফাজ্জলের সাথে হেলপার মিঠুর কোনো এক বিষয়কে কেন্দ্র করে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মিঠুকে চর থাপ্পর মেরেছিলেন মোফাজ্জল। এ নিয়ে মিঠু ক্ষিপ্ত ছিলো।
সেই ঝগড়ার জের ধরে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর তাদরে শিশু সন্তান সিয়ামকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কাঞ্চন ব্রীজের উপড়ে নিয়ে নদীতে ফেলে দেয় মিঠু। সেই সাথে ফোন করে বলে ছেলের আশা ছেড়ে দেয়ার জন্য। এই ঘটনায় মোফাজ্জলের স্ত্রী ফারজানা বাদী হয়ে রপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আদালত সেই মামলার বিচার কার্যক্রম শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দী সহ ৮ জন স্বাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন।